Skip to content Skip to footer

Practical Business Masterclass (PBM)

আপনার ব্যবসাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান?
PBM হলো এমন একটি প্রোগ্রাম যা আপনাকে শেখাবে কিভাবে একটি সৃজনশীল, ইনোভেটিভ এবং অর্গানাইজড বিজনেস গড়ে তুলতে হয়, যা MBA ডিগ্রি ছাড়াই সম্ভব।

কাদের জন্য PBM?

উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা (Entrepreneurs & Founders):

১। উদ্যোক্তা মানে বহু মানুষের দায়িত্ব নেয়া। এই দায়িত্বের ফরম্যাট বিজনেস, মানে লাভ বা ক্ষতির হিসাব। লাভের পরবর্তী ব্যবস্থাপনা কী হবে সেটা যেমন চিন্তার বিষয় তেমনি লসের পরবর্তী ভোগান্তি কতটা হবে এবং সেটা সহ্য করার ক্ষমতা উদ্যোক্তা জীবনের প্রথম পাঠ হতে হবে। এই দুইই নির্ভর করছে স্ট্রাটেজির উপর। স্ট্রাটেজির ভুলেই মানুষ ভুল ব্যবসা করে পথের ফকির হয় অথবা ভুল স্ট্রাটেজিতে ব্যবসা করে একই পরিনতি বরন করে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের এই স্ট্রাটেজি বানানোর দক্ষতা অর্জন করতে হবে। পিবিএম কোর্সের মূল উদ্দেশ্য এই দক্ষতা অর্জন।

২। টিকে থাকতে গেলে একজন উদ্যোক্তাকে অবশ্যই ব্যাবসা বাড়াতে হবে। উদ্যোক্তা অবশ্যই নতুন উদ্যোগ গ্রহন করবেন। একই সাথে পুরাতন উদ্যোগ গুছাতে গেলেও স্ট্রাটেজি চাই। স্ট্রাটেজি সঠিক হচ্ছে কী না, বলবে কে? শরীর আমার, কিন্তু অসুস্থ হলে রোগ নির্ণয়ের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হয়, আমি কেবল উপসর্গ টের পাই। ব্যবসা আপনার তাই আপনি বড়জোর কিছু উপসর্গ টের পাবেন, কিন্তু স্ট্রাটেজিতে ভুল আছে কীনা সেটা বুঝতে অবশ্যই অভিজ্ঞ Business Doctor এর পরামর্শ লাগবে। উদ্যোক্তা, যারা তাদের বিদ্যমান ব্যবসাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে Business Doctor (BD) চান পিবিএম তাদের জন্য।

৩। সুদুর মার্কিন মুল্লুকে ব্যবসা নিয়ে গবেষনা নিয়মিত ব্যপার। Jim Collins হাজারের উপর ব্যবসা প্রতিষ্ঠানে গবেষণা করে দেখলেন প্রতিটি বড় কোম্পানির বড় হবার গল্প একই। তিনি একটি বিজনেস স্ট্রাটেজির থিওরি দিলেন যেটা Good to Great (G2G) নামে পরিচিত। সারা পৃথিবীতে এমবিএ ক্লাসের অবশ্য পাঠ্য বিষয় সূচীর মধ্যে অন্তর্ভুক্ত বিষয় হোলো এই Good to Great (G2G)। বাংলাদেশেও যারা মার্কেটিং মেজর নিয়ে এমবিএ করেন তাদের Good to Great (G2G) পড়তে হয়। যারা Good to Great (G2G) প্রয়োগে ব্যবসা বড় করতে আগ্রহী পিবিএম তাদের জন্য। 

৪। চ্যান কিম এবং রেনি মাউবোর্গেনের গবেষণার ফসল Blue Ocean Strategy (BOS)। নতুন আইডিয়া নিয়ে ব্যাবসা পাবার কৌশল Blue Ocean Strategy (BOS)। এটাও এমবিএ ক্লাশে পড়ানো হয়। পাঠ্য পুস্তকে থাকা বিষয় ভালো নাম্বার পাবার জন্যই বেশী ব্যবহৃত হয়। Blue Ocean Strategy প্রয়োগের জন্য চাই অভিজ্ঞতা এবং দক্ষতা। যারা তাদের ব্যবসা সম্প্রসারনের লক্ষে কিছুটা সময় দিতে রাজি আছে, কিছুটা মাথা খাটানোর দক্ষতা অর্জন করতে চায় সাথে কিছুটা বিনিয়োগ করতে রাজি আছে পিবিএম তাদের জন্য।

৫। শিকড় যেমন গাছকে ধরে রাখে। তেমনি অবজেক্টিভ বেসড বিজনেস নেটওয়ার্ক ব্যাবসাকে স্ট্যাবল এবং সাস্টেনেবল করে। শিকড়ের ব্যপ্তি ঠিক করে দেয় গাছ কতটা প্রতিকুলতা প্রতিহত করতে সক্ষম। একজন উদ্যোক্তার ক্ষেত্রেও নেটওয়ার্ক এর ব্যপ্তি এবং গভীরতা ঠিক করে দেয় তার সাস্টেনেবিলিটি এবং স্ট্যাবিলিটি। যারা ব্যবসায়িক নেটওয়ার্ক বৃদ্ধি করতে চান তাদের জন্য এই কোর্স।

পেশাদার থেকে উদ্যোক্তা (Transformation of Professionals to Entrepreneurs):

১। সারা দুনিয়াতে বিশাল সংখ্যক মানুষ জীবনের কোন এক পর্যায়ে পেশাজীবি থেকে উদ্যোক্তায় রুপান্তরিত হোন। তাদের সকলেই সফল উদ্যোক্তা হবেন এমন কোন গ্যারান্টি নাই। আবার তাদের মধ্যে থেকেই বিশ্ব সেরা কোম্পানি বানিয়েছেন এমন ভূরি ভূরি উদাহরণ দেয়া যাবে।   যারা তাদের পেশাগত জীবন থেকে উদ্যোক্তা জীবনে রূপান্তরিত হতে চান। পেশাজীবি থেকে উদ্যোক্তায় রুপান্তর অবশ্যই একটি প্রক্রিয়া। যারা প্রক্রিয়াটি সহজ, বাস্তব সম্পন্ন এবং প্রায়গিক করতে চান তাদের জন্য পিবিএম।

২। পেশাজীবি থেকে উদ্যোক্তায় রুপান্তরের ক্ষেত্রে যাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা ও উচ্চ অভিজ্ঞতা রয়েছে তাদের সফলতার হার বেশী দেখা যায়। উদ্যোক্তা হিসাবে সফল হতে গেলে উচ্চ যোগ্যতা এবং উচ্চ অভিজ্ঞতা যেন বাধা হতে না পারে সেদিকে খেয়াল রাখা জরুরী। অবশ্যই উদ্যোক্তাকে একটা স্ট্রাগল সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে। স্ট্রাগল সিচুয়েশন পার করা বিশাল যুদ্ধের শামিল। এই যুদ্ধ জয় গাইড ছাড়া সম্ভব নাও হতে পারে। সহজে যারা যুদ্ধ জয় করতে চায় পিবিএম তাদের জন্য।   

৩। যুদ্ধ জয় হয়তো সহজ কিন্তু পরিবার ঠিক রাখা পেশাজীবি-থেকে-উদ্যোক্তার জন্য মোটেও সহজ নাও হতে পারে। পরিবার বহু বছর ধরে আরাম আয়েশের জীবনে অভ্যস্ত ছিল তাদের আয়েশি জীবনে ছাড় পরিবারকে গভীর অনিশ্চয়তায় ফেলতে পারে। বিজনেস স্ত্রাটেজি বানাতে পরিবার অবশ্যই একটি পার্ট যেটা সমন্বয় করেই উদ্যোক্তা হিসাবে সফল হতে হবে। যারা উদ্যোক্তা হবার জার্নিতে পরিবারকে হিসাবে ধরেছেন পিবিএম তাদের জন্য।

৪। বড় ব্যবসায় বড় নেটওয়ার্ক লাগে। মুদি দোকান বানাতেও নেটওয়ার্ক লাগে। ব্যবসা করতে এসে যারা নেটওয়ার্ক বাড়াতে ইনভেস্টমেন্ট করবেন না তাদের ব্যাবসায় না আসাই ভালো। উদ্যোক্তার মার্কেটিং শুরুই হয় নেটওয়ার্ক থেকে। যার নেটওয়ার্ক যত বড় তার মার্কেটিং তত সহজ। নেটওয়ার্ক শুধু হলেই হবে না, ইফেক্টিভ হতে হবে। ধরা যাক আপনার ফেজবুকে ফ্রেন্ড সংখ্যা ৫০০০। আপনার যে কোন মূল্যহীন পোস্টেও লাইক হাজার ছাড়িয়ে যায়। এই হাজার ছাড়ানো নেটওয়ার্ক দিনের শেষে আপনার ব্যাবসার কোন কাজে নাও আসতে পারে। যারা ব্যবসা করতে এবং ব্যবসা বাড়াতে ইফেক্টিভ নেটওয়ার্ক চান পিবিএম তাদের জন্য।

বিঃদ্রঃ Young Professional দের জন্য এই প্রোগ্রামটি নয়।

What is our Offer at Westin:

১। উদ্যোক্তা হবার জন্য এবং উদ্যোক্তা হিসাবে টিকে থেকে গ্রোথ নিশ্চিত করার জন্য চারটি বিষয় দরকার (১) প্ল্যাটফর্ম, যেখানে দাঁড়িয়ে বা যার উপর দাঁড়িয়ে ব্যবসা করবেন। (২) নলেজ, বিষয় জ্ঞান যার সোর্স হবে আনুষ্ঠানিক শিক্ষা বা একাডেমিক শিক্ষা, অনানুষ্ঠানিক বা নন একাডেমিক শিক্ষা বা প্রাকৃতিক ভাবে পাওয়া শিক্ষা যার উদ্দেশ্য “শুধুমাত্র জানা” নয় “পারা”  মানে কিছু করতে পারাও বটে (৩) সার্বক্ষনিক মোটিভেশন (৪) ধারাবাহিক গাইডেন্স। মোটা দাগে পিবিএম অফার করছে প্ল্যাটফরম, নলেজ, মোটিভেশন এবং গাইডেন্স।  

২। Education/Training by Practical Experience: এখানে শিক্ষা মানে শুধু জানা নয় কিছু করতে পারাও। দুটো স্টেটমেন্টের কথাই ধরা যাক, যেমন “আমি সাতার জানি”, আরেকটি স্টেটমেন্ট “আমি সাতার পারি”। এই দুটি স্টেটমেন্ট এর মধ্যে পার্থক্য আকাশ পাতাল। “সাতার” জানি, মানে হাত-পা নাড়াতে পারি বইয়ে যেমন লেখা আছে। সাতার হয়তো সোনারগাঁ হোটেল থেকে শিখেছিলাম। খুব বেশী প্র্যাকটিস করতে পারি নাই। বাট কেউ জিজ্ঞাশা করলে বলি, “আমি সাতার জানি, সোনারগাঁও হোটেলের সার্টিফিকেট আছে”। বোঝাই যাচ্ছে নদীতে ঢেউ উঠলে আমাকে খুজে পাওয়া যাবে না। সাঁতার কাটার মত কনফিডেন্সও আমি পাবোনা। কারন আমি আসলে সাঁতার “জানি” কিন্তু “পারি না”। অপরপক্ষে ধরা যাক গ্রাম থেকে আসা পড়ালেখা না জানা আমার ড্রাইভার কোন ইন্সটিটিউটে ভর্তি হয়ে সাঁতার শেখায় সার্টিফিকেট নেয়নি। তাকে সাঁতারের উপরে লেকচার দিতে বললে সে তাও পারবেনা। তাকে যদি জিগ্যেস করা হয় সাতারে পা বা হাত কত ডিগ্রী তুলতে হবে। আমি নিশ্চিত সে তারও উত্তর দিতে পারবে না। কিন্তু একথা ঠিক ঝড়ের রাতে মাঝ নদীতে সাঁতার দিয়ে সে কুলের দেখা ঠিকই পাবে। “জানা” আর “পারা”য় এটাই পার্থক্য। আমাদের লেকচার সেকশনের মূল কথা বিজনেসের প্রাক্টিক্যাল জ্ঞান, বই আলোচনা নয় যার উদ্দেশ্য “জানা”র পাশাপাশি “পারা”ও। অর্থাৎ দিন শেষে আপনি পারলেন কতটা সেটাই বিবেচ্য বিষয়।

৩। Brain engineering: ব্রেইন ইঞ্জিনিয়ারিং ৫ম শিল্প বিপ্লবের মূল চালিকা শক্তি যার যাত্রা শুরু হয়েছে কয়েক দশক আগেই। বরাবরের মত আমরা পিছিয়ে আছি যাকে আমাদের নিয়তি ধরে নিতে হবে। সারা বিশ্ব যখন চতুর্থ শিল্প বিপ্লবের তুঙ্গে আমরা রোবটিক্স পড়াশুনা মাত্র শুরু করেছি। এখনকার যে কোন উদ্যোক্তার জন্য বিজনেসে লাইফ স্প্যান ৪৫/৫০ বছর। এই স্প্যানে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব পার হয়ে পঞ্চম শিল্পবিপ্লব পার হতে হবে। মোটের উপর আগামী ৬/৭ বছরে পঞ্চম শিল্পবিপ্লবকে তুঙ্গে দেখতে পাবো। তাই ব্রেইন ইঞ্জিনিয়ারিংকে মাথায় নিয়েই আমাদের বিজনেস স্ট্রাটেজি সাজাতে হবে। সেই দিন দূরে নাই যখন গুগোলের গাড়ি মানুষের ব্রেনের ইন্সট্রাকশনেই চলবে। যুগের প্রয়োজনে কারোরই পিছিয়ে থাকার সুযোগ নাই। আমরা চাই বা না চাই মোবাইল মানি ট্রান্সফার ছাড়া কোন ট্রাঞ্জেকশন কল্পনাই করা যায় না। ইলেক্ট্রনিক স্কেল ছাড়া পালা পাথরে এখন আর কেউ মাপে না। আমি চাইলেই এখন আর পালা পাথর পাবো না। আমি চাইলেই ধান কাটার হারভেস্টিং মেশিন বাদ দিয়ে মানুষ দিয়ে ধান কাটতে পারবোনা। তারমানে নতুন যা কিছু আসবে আমাদের তার সাথে এডাপ্ট করেই ব্যাবসার প্ল্যান এবং বেঁচে থাকার প্ল্যান করতে হবে। ব্রেইন ইঞ্জিনিয়ারিংও সেরকম একটা বাস্তবতা। আমাদের মুখ ফিরিয়ে রাখা হবে শুধুমাত্র অজ্ঞতার জন্য। সেই জন্যই নতুন স্ট্রাটেজিতে ব্রেইন ইঞ্জিনিয়ারিং জানার কোন বিকল্প নাই। নিউরোমারকেটিং, নিউরো ম্যানেজমেন্ট, নিউরো এডুকেশন, বায়ও মানি, বায়ওনেট এর সবই অলঙ্ঘনীয় বাস্তবতা। যে বাস্তবতা না মানা মানে নিজেকে অবসলিট বানানো।

৪। NLP (Neuro Linguistic Program): বিজনেস স্ট্রাটেজি, ব্লু-ওশান স্ট্রাটেজি বা গুড-টু-গ্রেট এর সব কিছুই বাস্তবায়নের জন্য উদ্যোক্তাকে নিজে দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে। এই গড়ে তোলার জন্য ব্রেনকে শক্তিশালী করতে হবে। ব্রেনকে শক্তিশালী করার পরীক্ষিত টুল দরকার। এনএলপি ব্রেনকে শক্তিশালী করার টুল যার ব্যবহারিক প্রয়োগ স্ট্রাটেজির প্রাক্টিক্যাল ইমপ্লিমেন্টেশনকে সহায়তা করবে।       

The VALUE that we will PROVIDE to you in the program:

১। Creative এবং Innovative বিজনেস গুছিয়ে করার জন্য আপনি তৈরি হবেন।

২। বিজনেস গ্রোথ ঠিক রেখে Organized ব্যাবসা করতে পারবেন যা হবে এমবিএ বা উচ্চতর ব্যবসায়িক ডিগ্রীর প্রাক্টিক্যাল ইমপ্লিমেন্টেশন যেখানে ডিগ্রী খুব বেশী ম্যাটার করবে না।

৩। বিজনেস Expand করার জন্য প্রয়োজনীয় স্ট্রাটেজি প্রয়োগে দক্ষ হবেন। 

৪। বিজনেস অবশ্যই সম্পদ হিসাবে প্রটেকশন দিতে হবে। বিশেষায়িত ক্লাব এবং এসোসিয়াশন এই প্রটেকশনের ব্যবস্থা করতে পারে। এই প্রটেকশনের সক্ষমতা বৃদ্ধিও এই প্রোজেক্টের একটা উদ্দেশ্য।

৫। নতুন ব্যাবসার শুরু এখান থেকে নয় কেন। আরও একটা ম্যাসিভ ব্যাবসার শুরু এখান থেকেই হোক।

৬। Idea Hut বা Network Hub একটি কাঙ্ক্ষিত পাওয়া হবে Westin এ, যার ভ্যালু সরাসরি টাকায় মাপা যাবে না। 

৭। Business Stability বাড়াতে সবচেয়ে বড় অস্ত্র নেটওয়ার্কিং যার গোড়াপত্তন হবে Westin এ। উদাহরণস্বরূপ একটি গাছের কথা চিন্তা করুন যার শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ গাছটির স্টেবিলিটি অনেক বেশি। যখন কারো নেটওয়ার্ক অনেক বেশি থাকে তখন তার stability বাড়ে। আমাদের এখানে দুটি organized নেটওয়ার্কের সাথে যুক্ত হতে পারবেন (১) Mirpur Club Limited, (২) Business Club Limited যার মাধ্যমে আপনার নেটওয়ার্ক বৃদ্ধি পাবে।

৮। Westin প্রোগ্রামের আরও একটা ভ্যালু হতে পারে Integrated Happy Life। আপনি একটি কমিউনিটি জীবন ব্যবস্থার অংশ হতে পারেন যা আপনার উন্নত জীবনযাত্রা নিশ্চিত করবে।

৯। Investment Access or Money Access: এখান থেকেও আপনি Investor পেতে পারেন কিংবা নিজে একটি বড় বিজনেসের পার্ট হতে পারেন।

Registration: 01818608995(Whatsapp); 01909146428(Bkash);

Zoom Link: Shall be provided at Whatsapp for two classes.